এই অপেক্ষারা অনেকটা শীতের নরম রোদের মতো,
প্রথম আলোতে গায়ে মাখতে ভালো লাগে,
সময় গড়ালে ছিটকে বেড়িয়ে যেতে মন চায়।
Friday, December 30, 2022
Friday, August 26, 2022
Fainted Speeches
The man who makes everybody laugh,
is the person who cries alone,
the man who makes everybody feel positive
is the person who breaks down during his failure.
Life never gives any second chances,
is the person who cries alone,
the man who makes everybody feel positive
is the person who breaks down during his failure.
Life never gives any second chances,
just take it, what you have
and go for the battle.
If you win, you can set an example,
if you fail, you can be the example.
Remember, words can't fly but they can travel from heart to heart.
and go for the battle.
If you win, you can set an example,
if you fail, you can be the example.
Remember, words can't fly but they can travel from heart to heart.
এই অবেলায়
আজ কেন কিছু লিখতে চাইছি
তবে কি ঘনিয়ে আসছে সময়?
মুহূর্ত ঘন হতে থাকে
কেউ কি রাখতে চায় এই দূরত্ব বলয়?
সোজা পথে হেঁটে যাবো ভাবি
বক্রতা কাটিয়ে কিছু অবহেলায়,
দিনশেষে সবাই ফিরে যায় ঘরে,
কেউ পাশে থাকে এই অবেলায়।
তবে কি ঘনিয়ে আসছে সময়?
মুহূর্ত ঘন হতে থাকে
কেউ কি রাখতে চায় এই দূরত্ব বলয়?
সোজা পথে হেঁটে যাবো ভাবি
বক্রতা কাটিয়ে কিছু অবহেলায়,
দিনশেষে সবাই ফিরে যায় ঘরে,
কেউ পাশে থাকে এই অবেলায়।
খেয়াল
ধাক্কা খেতে খেতে ঢেউয়েরাও একসময় ভেঙে যায়,
আমাদের মন তো অনেক নরম,
কে জানে, কোন খেয়ালে একা কেঁদে যায়...
আমাদের মন তো অনেক নরম,
কে জানে, কোন খেয়ালে একা কেঁদে যায়...
যতটা দূরত্ব চাও
যতটা দূরত্ব চাও,
তারও বেশী দূরে যাবো আমি,
যতটা ফুরিয়ে আসে সময়,
তারও বেশী মুহূর্তেরা একা দামী।
তারও বেশী দূরে যাবো আমি,
যতটা ফুরিয়ে আসে সময়,
তারও বেশী মুহূর্তেরা একা দামী।
Thursday, July 28, 2022
Monday, July 18, 2022
Saturday, July 9, 2022
আবছা আলো
তুমি আবছা আলোয় সকাল হয়ে
হাত রাখো কার হাতে,
তুমি যন্ত্রণাতে ভেজাও শরীর
মোম জ্বালো কার রাতে?
তুমি অপেক্ষাতে হাঁটছ জানি আলোকবর্ষ দূরে,
তবু আমার বুকে শব্দ জমে নতুন কোনও সুরে...
তুমি আবছা আলোয় সকাল হয়ে
চোখ খোলো কার পাশে?
তুমি যন্ত্রণাতে ভেজাও শরীর
কেন নিজের সর্বনাশে?
তুমি যন্ত্রণাতে ভেজাও শরীর
মোম জ্বালো কার রাতে?
তুমি অপেক্ষাতে হাঁটছ জানি আলোকবর্ষ দূরে,
তবু আমার বুকে শব্দ জমে নতুন কোনও সুরে...
তুমি আবছা আলোয় সকাল হয়ে
চোখ খোলো কার পাশে?
তুমি যন্ত্রণাতে ভেজাও শরীর
কেন নিজের সর্বনাশে?
Saturday, June 18, 2022
যেটুকু বাকি
তখনও তো জানি না বৃষ্টি নামবে এ শহরে,
ভিজবো দু-ফোঁটা গায়ে মেঘের মায়ায়,
তখনও তো জানি না তুমি ভাসবে এ চোখে
নিখাদ অশ্রুধারায় কিংবা শান্ত বিকেলের হাওয়ায়,
আজ না হয় আমি কিছু কবিতা বেঁধে রাখি,
বৃষ্টি থামলে জেনো ভালোবাসা ছিলো বাকি।
ভিজবো দু-ফোঁটা গায়ে মেঘের মায়ায়,
তখনও তো জানি না তুমি ভাসবে এ চোখে
নিখাদ অশ্রুধারায় কিংবা শান্ত বিকেলের হাওয়ায়,
আজ না হয় আমি কিছু কবিতা বেঁধে রাখি,
বৃষ্টি থামলে জেনো ভালোবাসা ছিলো বাকি।
Thursday, May 19, 2022
অবুঝের পেন্সিল - সিরিজ ৫
আর কতোটা লুকিয়ে রাখবে নিজেকে?
কতোটা হাঁটবে সে অতীতের পথ ধরে?
সময় ফুরিয়ে আসছে, আমি তো থাকতে চেয়েছি,
কেউ রাখেনি, রাখতে চায়নি তোমার মতোন করে।
কতোটা হাঁটবে সে অতীতের পথ ধরে?
সময় ফুরিয়ে আসছে, আমি তো থাকতে চেয়েছি,
কেউ রাখেনি, রাখতে চায়নি তোমার মতোন করে।
Wednesday, May 18, 2022
অবুঝের পেন্সিল - সিরিজ ৪
সম্পর্কের কেমিস্ট্রিতে
দূরত্ব, অভিমান আর ক্ষত
ক্যান্সার ব্যাধির মতো ক্ষতিকর,
প্রকাশ পেলে আর কমতে চায় না,
শুধু বাড়তেই থাকে।
দূরত্ব, অভিমান আর ক্ষত
ক্যান্সার ব্যাধির মতো ক্ষতিকর,
প্রকাশ পেলে আর কমতে চায় না,
শুধু বাড়তেই থাকে।
অবুঝের পেন্সিল - সিরিজ ৩
সব কথা মুখ ফুটে বলতে হয় না প্রিয়,
অবহেলা কিংবা অপেক্ষারা সাক্ষী রেখে যায়,
সময়ের শেষে প্রয়োজনটা বলে দিও,
নিঃসঙ্গতা নাহলে দুজনকেই গিলে খায়।
অবহেলা কিংবা অপেক্ষারা সাক্ষী রেখে যায়,
সময়ের শেষে প্রয়োজনটা বলে দিও,
নিঃসঙ্গতা নাহলে দুজনকেই গিলে খায়।
Sunday, May 15, 2022
অবুঝের পেন্সিল - সিরিজ ২
শীত যেমন রোদ্দুরকে আঁকরে উষ্ণতা খোঁজে কিন্তু পায় না,
কিছু সম্পর্কও তেমন দূরত্বকে ঘিরে ভালোবাসা খোঁজে,
কিন্তু সে প্রেম পূর্ণতা পায় না।
কিছু সম্পর্কও তেমন দূরত্বকে ঘিরে ভালোবাসা খোঁজে,
কিন্তু সে প্রেম পূর্ণতা পায় না।
অবুঝের পেন্সিল - সিরিজ ১
কতো মানুষ আমাদের অনুভবে থেকে যায়,
আমরা লিখতে গিয়ে পিছিয়ে আসি।
অসুখ আসলে মনের অনেক গভীরে
আমরা তাকে স্পর্শ করতে চেয়ে অভ্যেস করে ফেলি।
আমরা লিখতে গিয়ে পিছিয়ে আসি।
অসুখ আসলে মনের অনেক গভীরে
আমরা তাকে স্পর্শ করতে চেয়ে অভ্যেস করে ফেলি।
Sunday, May 1, 2022
আহত তারা
রাখা নেই কিছু গল্পের শেষে,
আহত তারা-রা জোনাকির বেশে
মেঘ ভারী করে বৃষ্টি আসুক,
কবিতারা আজ শব্দে ভাসুক...
আহত তারা-রা জোনাকির বেশে
মেঘ ভারী করে বৃষ্টি আসুক,
কবিতারা আজ শব্দে ভাসুক...
Tuesday, April 26, 2022
অনুভূতি সিরিজ - ২০২২
১:
দূর পাহাড়ের গল্পগুলো মন কেমনের বৃষ্টি আঁকে,
সন্ধ্যা তারায় শহর জেগে চাঁদের আলোয় জোৎস্না মাখে।
২:
তোমার আমার বুকের ভিতর শীতের নদী মৃত্যু ডাকে,
গভীর রাতের ঝাপসা দুচোখ, দূরত্বকে বজায় রাখে।
দূর পাহাড়ের গল্পগুলো মন কেমনের বৃষ্টি আঁকে,
সন্ধ্যা তারায় শহর জেগে চাঁদের আলোয় জোৎস্না মাখে।
২:
তোমার আমার বুকের ভিতর শীতের নদী মৃত্যু ডাকে,
গভীর রাতের ঝাপসা দুচোখ, দূরত্বকে বজায় রাখে।
Saturday, March 19, 2022
ভালো থাকার কারণ
আমাদের সন্ধ্যে হওয়া গল্পগুলো
ফাগুন হাওয়ায় রঙ মাতালো,
অভ্যাসে আর কি এসে যায়
পালটে ফেলায় মন গড়ালো।
তোমায় আমি চিনি অল্প
এই তো সেদিন আর কিছুক্ষণ,
অল্পতেই মন খুঁজছে তোমায়
সকাল বিকেল আর সারাক্ষণ।
রঙের নেশায় মাতাল হয়ে
পলাশ লালে শহর ঢাকে,
তোমার প্রিয় সূর্যমুখী
তোমার নামেই আমায় ডাকে।
আসলে অনেক কাছেই আছি
কিন্তু দূরে যাওয়া বারণ,
সময় চলছে নিজের মতন
ভালো থাকার তুমিই কারণ।
ফাগুন হাওয়ায় রঙ মাতালো,
অভ্যাসে আর কি এসে যায়
পালটে ফেলায় মন গড়ালো।
তোমায় আমি চিনি অল্প
এই তো সেদিন আর কিছুক্ষণ,
অল্পতেই মন খুঁজছে তোমায়
সকাল বিকেল আর সারাক্ষণ।
রঙের নেশায় মাতাল হয়ে
পলাশ লালে শহর ঢাকে,
তোমার প্রিয় সূর্যমুখী
তোমার নামেই আমায় ডাকে।
আসলে অনেক কাছেই আছি
কিন্তু দূরে যাওয়া বারণ,
সময় চলছে নিজের মতন
ভালো থাকার তুমিই কারণ।
Tuesday, March 8, 2022
বসন্তের কোলে
ওই ফাল্গুনে বসন্তের কোলে
শুয়ে থাকে কোনও মায়াবী দুপুর,
আমি ধরা দিই তার চোখে,
যে রমণীর পায়ে শান্ত নূপুর।
নদী স্রোতে বয়ে যায় চেনা কথা,
বয়ে যায় আরও কত স্মৃতি,
আমরা পেরেছি কাটিয়ে উঠতে সে ব্যথা,
আসলে এটাই এ জগতের রীতি।
শুয়ে থাকে কোনও মায়াবী দুপুর,
আমি ধরা দিই তার চোখে,
যে রমণীর পায়ে শান্ত নূপুর।
নদী স্রোতে বয়ে যায় চেনা কথা,
বয়ে যায় আরও কত স্মৃতি,
আমরা পেরেছি কাটিয়ে উঠতে সে ব্যথা,
আসলে এটাই এ জগতের রীতি।
Monday, March 7, 2022
এর পরেও
এর পরেও কেউ আসবে ভেবেছিল
রাত্রি মুছে এক ভোরের আলোয়,
নির্জন দ্বীপে মুছে গেছে তার নাম
ব্যস্ত হয়েছে সে নিজের ভালোয়।
রাত্রি মুছে এক ভোরের আলোয়,
নির্জন দ্বীপে মুছে গেছে তার নাম
ব্যস্ত হয়েছে সে নিজের ভালোয়।
Monday, February 21, 2022
আমাদের সাজানো গল্পে কোনো বসন্ত ছিল না
আমাদের সাজানো গল্পে কোনো বসন্ত ছিল না,
বহুদিন হাঁটা হয়নি একসাথে,
শেষ বিকেলের পড়ন্ত রোদের গায়ে
আমাদের স্মৃতি মুখোমুখি ফুটপাথে।
প্রশ্ন অনেক,
পাহাড় সমান বড়ো,
অধিকার নেই,
তুমিও কি তাই মনে করো?
স্বপ্ন যেখানে হয়ে গেছে সব শেষ,
শুধু বাকি ছিল সেই গল্পের কিছু পাতা,
দূরত্ব মেপে দুজনেই আছি বেশ,
অন্তর কাঁদে, হৃদয়ের প্রাচীর শূন্য দিয়ে গাঁথা।
বহুদিন হাঁটা হয়নি একসাথে,
শেষ বিকেলের পড়ন্ত রোদের গায়ে
আমাদের স্মৃতি মুখোমুখি ফুটপাথে।
প্রশ্ন অনেক,
পাহাড় সমান বড়ো,
অধিকার নেই,
তুমিও কি তাই মনে করো?
স্বপ্ন যেখানে হয়ে গেছে সব শেষ,
শুধু বাকি ছিল সেই গল্পের কিছু পাতা,
দূরত্ব মেপে দুজনেই আছি বেশ,
অন্তর কাঁদে, হৃদয়ের প্রাচীর শূন্য দিয়ে গাঁথা।
Sunday, January 23, 2022
আরও কিছু দূরে
যাবো আরও কিছু দূরে
ফাঁকা মাঠ পেরিয়ে ওই রোদ্দুরে,
ভেজা চোখ মুছে খুঁজবো তোমায়
অলেখা গল্পের পাতা, বুক জুড়ে...
ফাঁকা মাঠ পেরিয়ে ওই রোদ্দুরে,
ভেজা চোখ মুছে খুঁজবো তোমায়
অলেখা গল্পের পাতা, বুক জুড়ে...
Thursday, January 6, 2022
আমাদের মুহূর্তেরা
আমাদের মুহূর্তেরা শীতের দুপুর রোদ ভিজিয়ে
গল্পের আসর বসায় নীলের পানে চেয়ে,
সর্ষের ভিতর বুঝি ভূতের রোজই আনাগোনা
ফুলেদের আকাশ ছোঁয়া সবুজ ফসল বেয়ে।।
গল্পের আসর বসায় নীলের পানে চেয়ে,
সর্ষের ভিতর বুঝি ভূতের রোজই আনাগোনা
ফুলেদের আকাশ ছোঁয়া সবুজ ফসল বেয়ে।।
Subscribe to:
Posts (Atom)