মেঘ খুঁজছে বন্দী শিকড়
বৃষ্টি নামবে রাতে,
গাছের পাতায় শীতের শহর
ঘুমিয়ে অজুহাতে।
ঘড়ির কাঁটায় চোখ টলমল
অভিমান বুক ভরে,
এখন তো কেউ প্রেম দেয় না
আগের মতন করে।
বৃষ্টি নামবে রাতে,
গাছের পাতায় শীতের শহর
ঘুমিয়ে অজুহাতে।
ঘড়ির কাঁটায় চোখ টলমল
অভিমান বুক ভরে,
এখন তো কেউ প্রেম দেয় না
আগের মতন করে।
No comments:
Post a Comment