যেকোনো দিন ফিরে আসা যায়
শূণ্য খাঁচার কোলে,
উড়ে গেছো তুমি অন্য খাঁচায়
বন্দী হবে বলে।
সময় ফুরোয় বেঁচে থাকার
বয়স মাপার কলে,
মৃত্যু হওয়া মুহুর্তদের আজ
ভাসিয়ো নদীর জলে।
শূণ্য খাঁচার কোলে,
উড়ে গেছো তুমি অন্য খাঁচায়
বন্দী হবে বলে।
সময় ফুরোয় বেঁচে থাকার
বয়স মাপার কলে,
মৃত্যু হওয়া মুহুর্তদের আজ
ভাসিয়ো নদীর জলে।
No comments:
Post a Comment