তোমার ওড়ার স্বপ্নগুলো এখনও এ বুকে বন্দী,
কিছুটা বাঁচার তাগিদ কিছুটা বেঁচে থাকার সন্ধি,
আলো জ্বালো তুমি, অন্ধকার মনুষ্যত্বের রাতে,
বসন্তের রশ্মি লুকিয়ে তোমার কল্পনার প্রভাতে।
কিছুটা বাঁচার তাগিদ কিছুটা বেঁচে থাকার সন্ধি,
আলো জ্বালো তুমি, অন্ধকার মনুষ্যত্বের রাতে,
বসন্তের রশ্মি লুকিয়ে তোমার কল্পনার প্রভাতে।
No comments:
Post a Comment