Monday, January 29, 2018

নদী চরে মৃত্যু

আমার চেনা পরিসর আমাকে দুঃখ দেয়,
যেখানে নদী কাঁদে সেখানে মুছে যায় অভিমান,
আমিও পারি চোখ এড়িয়ে ফিরে যেতে
কিন্তু সে রাস্তা আমার বন্ধ, পথ আটকে ফাঁকা বেঞ্ছি।
শীতের দুপুরের রোদ আমার বড্ড প্রিয়,
তুমি চাইতে গাছের ছায়া আর ঠাণ্ডা মনখারাপ,
আমি আর যাই না ওই ঘাটে, নদীর বুকে কষ্ট জমে।
আমাদের কথা ছিল শহর ছেড়ে যাওয়ার,
আমার প্রিয় একজন মানুষ বলেছিলেন
নতুন শহরে কিন্তু নদী নেই, নেই মনখারাপের মলম।
তবুও আজ নতুন শহর আমার কাছে ভীষণ প্রিয়,
কারণ এই নদীর পাশেই আমার প্রেমের মৃত্যু,
ফিরে যেতে চাই অন্য এক শহরের উঠোনে
যেখানে মাঠ জুড়ে বেড়ে ওঠে শুকনো হৃদয়ের তৃষ্ণা।
কষ্ট মুছে ফেলার কোনও তাগিদ থাকবে না আমার,
কারণ যে শহরে ভালোবাসা নেই, সেখানে কষ্ট?
আসলে পৃথিবী আজ খাঁটি প্রেমের খোঁজে ব্যস্ত।

No comments:

Post a Comment