এ এক অন্য পৃথিবী, এখানে বসন্ত আসে না,
শীত এসে সমস্ত পাতা কুড়িয়ে চলে যায়,
প্রতি ভোরে পাখিদের কলরব নেই
শুধু সমুদ্রের ঢেউ ভাঙার চিৎকার আর
আকাশ জুড়ে তোমার রঙে সাজানো রামধনু,
আমি খেলা করি ওই রঙ নিয়ে
ভাঙা ঢেউয়ের পিঠে চড়ে।
শাঁখের শরীরে আঁচর কেটে লিখি
আমাদের ফেলে আসা গল্পগুলো।
এখানে নিয়ম ভীষন আলাদা,
গল্পকার কথা লেখেন আর
চরিত্র সাজান পাঠক।
প্রতি শীতের শেষে আমি ঝিনুক কোড়াই
মুক্ত নয়, আমার মনটা রাখবো বলে,
একটু বসন্ত দিতে পারো এই শীতের শেষে?
শীত এসে সমস্ত পাতা কুড়িয়ে চলে যায়,
প্রতি ভোরে পাখিদের কলরব নেই
শুধু সমুদ্রের ঢেউ ভাঙার চিৎকার আর
আকাশ জুড়ে তোমার রঙে সাজানো রামধনু,
আমি খেলা করি ওই রঙ নিয়ে
ভাঙা ঢেউয়ের পিঠে চড়ে।
শাঁখের শরীরে আঁচর কেটে লিখি
আমাদের ফেলে আসা গল্পগুলো।
এখানে নিয়ম ভীষন আলাদা,
গল্পকার কথা লেখেন আর
চরিত্র সাজান পাঠক।
প্রতি শীতের শেষে আমি ঝিনুক কোড়াই
মুক্ত নয়, আমার মনটা রাখবো বলে,
একটু বসন্ত দিতে পারো এই শীতের শেষে?
No comments:
Post a Comment