যতটা আকাশ মাথার উপর
উড়তে চাইছ তুমি,
তার অর্ধেক রক্তাক্ত আর
বাকি অর্ধেক খুনি।
সেই বিকেলেই প্রেমের মেজাজ
চূড়ান্ত অভিমানী,
আমার শরীর মনের বাইরে
নিরস্ত্র সৈন্য আমি।
যতটা পথ পেড়িয়ে এসেছ
পদচিহ্ন ফেলে সুখে,
আশা করি পথ বাকিটুকু হোক
কল্পনার অভিমুখে।
এখন বিকেল বসন্তহীন
সন্ধ্যা নামার মুখে,
শুকনো পাতায় মিলিয়ে গেছে
দাগগুলো পথের বুকে।
উড়তে চাইছ তুমি,
তার অর্ধেক রক্তাক্ত আর
বাকি অর্ধেক খুনি।
সেই বিকেলেই প্রেমের মেজাজ
চূড়ান্ত অভিমানী,
আমার শরীর মনের বাইরে
নিরস্ত্র সৈন্য আমি।
যতটা পথ পেড়িয়ে এসেছ
পদচিহ্ন ফেলে সুখে,
আশা করি পথ বাকিটুকু হোক
কল্পনার অভিমুখে।
এখন বিকেল বসন্তহীন
সন্ধ্যা নামার মুখে,
শুকনো পাতায় মিলিয়ে গেছে
দাগগুলো পথের বুকে।
No comments:
Post a Comment