Saturday, January 20, 2018

স্মৃতির পাহাড়

শেষ রাতের ওই নিয়ন আলো
চোখ ভিজিয়ে নিভলো সুখে,
আমার মনের স্মৃতির পাহাড়
ভাঙলো শব্দে তোমার বুকে।
তোমার ছায়ায় অন্য মানুষ
হাঁটছ তুমি পথের বুকে,
চোখ সরিয়ে আবেগ ভুলে
অল্প হাসি আমারও মুখে।

No comments:

Post a Comment