রাতগুলো খুব প্রিয় আমার কাছে,
আলো নেই, শুধুই অন্ধকার,
মন কাঁদে না, মিশে যায় আঁধারে।
তুমি প্রবেশ করো মশারি বেয়ে,
চাইলে ভেঙে ফেলতে পারো মন,
বিকেল রোদে আমায় হারিয়েছো
নতুন আলোর রঙ দেখবে বলে।
ভোর দুজনেরই জীবনে হয়,
তোমার সকালে নতুন সূর্যোদয়,
আমার জীবনের ভাঙা অধ্যায়।
আলো নেই, শুধুই অন্ধকার,
মন কাঁদে না, মিশে যায় আঁধারে।
তুমি প্রবেশ করো মশারি বেয়ে,
চাইলে ভেঙে ফেলতে পারো মন,
বিকেল রোদে আমায় হারিয়েছো
নতুন আলোর রঙ দেখবে বলে।
ভোর দুজনেরই জীবনে হয়,
তোমার সকালে নতুন সূর্যোদয়,
আমার জীবনের ভাঙা অধ্যায়।
No comments:
Post a Comment