এই রাত ঘুমহীন,
বুকের ভিতর একটা চিনচিনে ব্যথা
আর সাতটা বছরের স্মৃতি।
ভুলতে পারতিস সেই ক্লাস নাইনের
ট্রেনের সিটে পাশাপাশি আলাপ?
ভুলতে পারতিস সেই ক্লাস টেনের
অঙ্ক বোঝার অজুহাতে ফোন করা?
ভুলতে পারতিস ক্লাস ইলেভেনে
মোবাইলের ব্রান্ড নিয়ে ঝগড়া করা?
ভুলতে পারতিস ক্লাস টুয়েলভের
স্কুল পালিয়ে দেখা করা প্রেমগুলো?
ভুলতে পারতিস কলেজে ফার্স্ট ইয়ারে
আমাদের কলেজের বাইরে দেখা করা?
ভুলতে পারতিস সেকেন্ড ইয়ারে
আমাদের কলেজ ফেস্টে আসা?
ভুলতে পারতিস থার্ড ইয়ারে
তোর গিফট্ করা প্রিন্টিং কাপ?
ভুলতে পারতিস আমাকে?
যদি রোজ আসতাম তোর স্বপ্নে,
চোখ খুলে আমাকে খুঁজতিস?
বুকের ভিতর একটা চিনচিনে ব্যথা
আর সাতটা বছরের স্মৃতি।
ভুলতে পারতিস সেই ক্লাস নাইনের
ট্রেনের সিটে পাশাপাশি আলাপ?
ভুলতে পারতিস সেই ক্লাস টেনের
অঙ্ক বোঝার অজুহাতে ফোন করা?
ভুলতে পারতিস ক্লাস ইলেভেনে
মোবাইলের ব্রান্ড নিয়ে ঝগড়া করা?
ভুলতে পারতিস ক্লাস টুয়েলভের
স্কুল পালিয়ে দেখা করা প্রেমগুলো?
ভুলতে পারতিস কলেজে ফার্স্ট ইয়ারে
আমাদের কলেজের বাইরে দেখা করা?
ভুলতে পারতিস সেকেন্ড ইয়ারে
আমাদের কলেজ ফেস্টে আসা?
ভুলতে পারতিস থার্ড ইয়ারে
তোর গিফট্ করা প্রিন্টিং কাপ?
ভুলতে পারতিস আমাকে?
যদি রোজ আসতাম তোর স্বপ্নে,
চোখ খুলে আমাকে খুঁজতিস?
No comments:
Post a Comment