Thursday, October 12, 2017

অবাধ্য জ্বর

আমি ফিরে যাবো তোমার ঠিকানায়
শীতের সোনা ঝরা দুপুরের রোদ্দুরে,
জানি তোমাদের ভালোবাসা বিছানায়
বেড়ে ওঠে রাতের উষ্ণতার হাত ধরে।
ঝড়ের ক্লান্তি মেখে গায়ে আমি উড়বো
ভেজা তুলোর শরীরে ওজনের ভর করে,
মাঝরাতে তোমার ধমনীতে আমি ফিরবো
বেড়ে যাওয়া রক্তচাপের অবাধ্য জ্বর হয়ে।

No comments:

Post a Comment