Tuesday, October 24, 2017

অন্ধ পথিক

ফুটপাতে এক ধর্ষিত মেয়ে
হাত বাড়িয়ে সাহায্য চায়,
পথের মানুষ ব্যস্ত ভীষণ
ক্যামেরা খুলে ভিডিও বানায়।
চোখ ফেরানো মানুষগুলো
হাত গুটিয়ে শান্ত সাজে,
এতোই শান্ত, ওদের দেখি
যেখানে ধর্মযুদ্ধ বাঁধে।

No comments:

Post a Comment