Saturday, October 14, 2017

অসমাপ্ত

তুমি তো ভালোবাসতে পারো জোৎস্নার আলো ভেদ করে,
তুমি তো পাশে হাঁটতে পারো মোহনায় আমার হাত ধরে।
চোখে ঠোঁট রেখে কথা দিতে পারো অন্ধ চোখে রাত বাকি,
জোনাকির আলো একা ঘরে ফেরে অশ্রু মোছে রাতপাখি।

No comments:

Post a Comment