Monday, October 16, 2017

ভাঙা বিকেলের রোদ্দুর

আমিও জেগে উঠি প্রতিদিন একা ঘুমন্ত অন্ধ রাতের প্রান্তরে,
ব্যথা জমে কিছুটা মনকেমনে অথবা মৃত অতীতের হাত ধরে,
যদি ভেসে আসে তরী কোনও ফাঁকা বন্দরের পথে চোখ চেয়ে,
তোমাকে ছুঁয়ে দেখতে চাইবো আবার ভাঙা বিকেলের রোদ্দুরে।

No comments:

Post a Comment