Sunday, October 15, 2017

শামুক মৃত্যু

শ্লথ শরীরের বেঁচে থাকার দ্বিধায়
ব্যস্ত শহরের পথে চাকার গতি বাড়ছে,
দুই চোখ ভরা স্বপ্নের চির বিদায়,
রাস্তার বুকে মৃত শামুকের শেষ ইচ্ছে।

No comments:

Post a Comment