Tuesday, October 17, 2017

আটপৌরে

আমি আটপৌরে এক লেখক,
কবিতায় ছন্দ নেই, শুধুই শব্দ,
কিছুটা একঘেয়ে, কিছুটা দগ্ধ,
চিন্তাশক্তির উঠোনে কবিতারা
শহরের মৃত কারখানার মতো
প্রতিদিন শুয়ে কাঁদে, শুরুর কোনও গল্প নেই,
এখানেই কবিতার জন্ম, ব্যথার মুক্তি এখানেই।

No comments:

Post a Comment