ঝড়ের হাওয়া আছড়ে পড়ে
নৌকো ভরা স্বপ্ন ভিড়ে,
আমার হৃদয় দু-আধখানা
খঞ্জনার ওই ছিন্ন নীড়ে।
দৃশ্য ছাড়া ভিজবো কীভাবে
বদ্ধ ঘরের প্রেক্ষাগৃহে?
আমার সংজ্ঞা আমিই লিখি
মাথার ভিতর শব্দ দিয়ে।
নৌকো ভরা স্বপ্ন ভিড়ে,
আমার হৃদয় দু-আধখানা
খঞ্জনার ওই ছিন্ন নীড়ে।
দৃশ্য ছাড়া ভিজবো কীভাবে
বদ্ধ ঘরের প্রেক্ষাগৃহে?
আমার সংজ্ঞা আমিই লিখি
মাথার ভিতর শব্দ দিয়ে।
No comments:
Post a Comment