শহরের গায়ে আলোর গয়না,
উৎসবে মাতুক রাত,
এ শহরে কেউ এগিয়ে যায়না,
পিছিয়ে পড়ার ধাত।
তবু আমি তুমি বসে অভিমান করি
অতীতের কারাগারে,
আমাদের কথা ঢাকা পড়ে যায়
বারুদের চিৎকারে।
উৎসবে মাতুক রাত,
এ শহরে কেউ এগিয়ে যায়না,
পিছিয়ে পড়ার ধাত।
তবু আমি তুমি বসে অভিমান করি
অতীতের কারাগারে,
আমাদের কথা ঢাকা পড়ে যায়
বারুদের চিৎকারে।
No comments:
Post a Comment