Sunday, April 29, 2018

তারার গ্রহণ

ভাঙছে শহর প্রেমের পাতায়
বিকেল ধুলোর উল্কাপাতে,
বাঁধছে গ্রহণ তারায় তারায়
সুযোগ পেলে গভীর রাতে।
কথার নালিশ গাল বেয়ে যায়
আঙুল ছুঁয়ে নরম হাতে,
সেলফোনে চোখ নীরবে তাকায়
বুকের ভিতর যন্ত্রণাতে।
এভাবে নতুন সকাল আসে
একটা দুটো কল্পনাতে,
আগের রাতের স্বপ্ন ভাসে
চোখের পাতার আলপনাতে।
কথার আবেগ নরম ঘাসে
নতুন প্রেমের সুত্রপাতে,
মেঘের কোণায় সর্বনাশে
মেলায় স্মৃতি বজ্রাঘাতে।

Saturday, April 28, 2018

মন্দ-ভালো

বাড়ছি তোর এই বন্দী আলোয়
শিকড় জড়িয়ে মন্দ ভালোয়,
পথের বিকেল বড্ড মন খারাপ।
আকাশ কালোয় সন্ধ্যা শাঁখে
জড়িয়ে গিয়েছি অভিশাপে,
আমার বুকে তোরই মনের ছাপ।
যদি একটা দিন গল্প লিখি
চিঠির ভাঁজে তোকে দেখি,
দিনের প্রথম আলোয় সুপ্রভাত।
বিকেল ছুঁয়ে রাত্রি নামে
রাতের সন্ধ্যাতারা জানে,
আমার ভীষণ মনখারাপের ধাত।

সুপ্ত প্রেম

তোকে খুঁজিনি, হয়তো খুঁজতে চাইনি,
জামা ভিজে গেছে ব্যস্ততায়,
আমার কথায় একঘেয়ে বিরক্তিমুখ তাই
থাকতে চাই শুধু অপেক্ষায়।
ভালোলাগা চোখে ভালোবাসা মিশে
টিফিন টাইম এক কোণায়,
খুঁজে ফেলি তোকে, বলে ফেলি সব
একটা আবেগ যন্ত্রণায়।
কত রাত জেগে কত কথা তোকে
বলেছি ভেবে যতনে,
যেভাবে শামুক ধীর নিঃশ্বাসে
পথ হেঁটে চলে স্বপনে।
রক্তচাপ বাড়ে বিশাল সংখ্যায়
মনকে বোঝাই গোপনে,
ভালোবাসা কখনও ক্লান্ত হয়না
প্রেমের বৃক্ষ রোপণে।

Sunday, April 22, 2018

Enemy of star

যদিও সবটাই আপেক্ষিক
পথিকও এগোতে জানে না
আর পথও পিছোতে পারে না,
দোটানায় আটকে থাকে পৃথিবী।
মায়া বাড়ে, ধুলো জমে পথে
আমি বৃষ্টি ভিজে হেঁটে বেড়াই,
মেঘের আড়ালে শুষ্কতা লুকিয়ে
আর ছায়াপথ জ্যোতিষ্কের এনিমি।

Friday, April 20, 2018

সুতোয় সংঘাত

বলেছি তোকে মনের কথাই
ভিজেছি রাতে প্রেমে অযথাই,
তোর জন্যই বাড়িয়ে রেখেছি হাত।
জানি ডুবে গেছি এক চোখ জলে
কীভাবে তোকে বেঁধেছি আনমনে,
একটা সুতোয় প্রান্ত দুইয়ের সংঘাত।
তবুও আমি লেগে আছি নীলে
মনের কোণায় কিংবা বাতিলে,
আমার তোকে শব্দ ছোঁড়ার ধাত।
কোথায় গেলে পাবো বল তোকে
পাথর গলাবো ভেজা দুই চোখে,
এমনি করেই কাটবে অচেনা রাত।

Thursday, April 19, 2018

কল্প-প্রেম

আমার ইচ্ছে করে একটা ফাঁকা বন্দর
যেখানে তোর মায়ায় সমস্ত রাত ঘুমিয়ে,
একটিবার এসে দাঁড়াবি আমার পাশে?
শুধু বলতে চাই ভালোবাসি আর কিচ্ছু না,
তোর আঙুল ছুঁয়ে ফিরে আসবো আমি
ছায়াপথে খসে যাওয়া তারাদের অনুগামী।
সার্চলাইট জ্বেলে জাহাজ আসবে নেমে
তুই উঠে যাবি জলের বুকে ভাসার জন্য,
কিছুটা আলো রেখে যাস নদীর কিনারে
সে আলোয় স্নান করে আমার ফিরে আসা,
আমি প্রত্যেক রাতে দাঁড়াবো খালি পায়ে
যেখানে স্বপ্নেরা বাঁচে ভেজা কবিতার গায়ে।

Tuesday, April 17, 2018

প্রেমের ঘানি

কোথাও যেন আমার শহর বৃষ্টি পায়ে পায়ে
ছাতার নীচে প্রেম বুনে দেয় অচেনা দুটি গায়ে,
রাত বেড়ে রোজ নতুন রঙে গল্পের হাতছানি
শহর ভিজুক বৃষ্টি ছাদে, ঘুরছে প্রেমের ঘানি।
এভাবেই আমার প্রেম নিবেদন মানুষের ভিড় ঠেলে
তোর কথাতেই ডুবছি ভাসছি আশার আগুন জ্বেলে,
ভাবছি আমিও ফিরে যাবো রাতে অচেনা শহর ছেড়ে
ভালোবাসা মাখা ভিজে জামা গায়ে শ্যাওলা উঠবে বেড়ে।

Monday, April 16, 2018

অপেক্ষার কবর

আমার ঘরে রাত বাড়ছে নিঃশব্দে
ফুলের তোড়া হাতে তোর বারান্দায় আমি,
অপেক্ষাতে আমার অভ্যাস লুকিয়ে
তোর প্রতিটি কথা আমার কাছে ভীষণ দামী।
প্রেম বেড়ে যায় নীরবে নিশীথে
যেখানে গল্পের গভীরে বাড়ে মায়ার সাগর,
তোকে চিঠি লিখি মনের গভীরে
আমার প্রেমের সমাধি হারিয়েছে নিজের কবর।
এভাবে অনেক লেখাই জমে
কিছুটা সাগর ছুঁয়ে কেউ মহাকাশে গিয়ে পড়ে,
যেখানে আমার অস্তিত্ব ক্ষীণ
সেখানেই আমি চোখ মুছে রোজ ফিরে আসি ঘরে।
কীভাবে বলবো তোর কানেতে
কোথায় আমার ইচ্ছেগুলো উড়ছে আকাশ মেঘে,
জানিনা কবে ফিরে যাবো শেষে
বহু আছিলায় শুধুমাত্র একটিবার তোকে দেখে।

Saturday, April 14, 2018

মনের খোঁজ

প্রতি রাতে তোকে শব্দ ছুঁড়ি
কাগজ কলম খাতায়,
কীভাবে জাহাজ বন্দর ছুঁয়ে
মিশে থাকে কবিতায়।
একটাই কথা একশো ভাবে
বলতে চাইছি রোজ,
তোর মনেতেই সকাল দুপুর
একটু আমার খোঁজ।
আমার পাঠানো কাগজের প্লেন
মুখ থুবড়িয়ে পড়ে,
তোর উঠোনে পাহারা ভীষণ
ঢুকতে পারে না ঘরে।
তুই কি আমায় পড়তে পারিস
আমার চোখের কোণে?
আমি তো তোকে ভালোবাসি খুব
প্রতিদিন আনমনে।

ধ্বংসস্তূপ

যে কুঁড়িটা ফুটতে পারেনি
বনফুল নাম নিয়ে
সেখানে তোমরা আগুন জ্বেলেছ
ধর্মের গান গেয়ে।
এটাই কি তার ভুল ছিল শুধু
মন্দির পাশে জন্ম?
কই, তোমরা তো কেউ হিসেব চাওনা
কত পেট পেল অন্ন!
অবশেষে কিনা মুছে গেলো সেই
ফুলের মুখে হাসি,
তোমরা এভাবে বিষ মেশালে
পরাগে রাশি রাশি।
তবুও সে ফুল মরতে চায়নি
মুছরে গিয়েছিলো গায়ে,
অবশেষে তোমরা মারলে তাকে
কঠিন ইটের ঘায়ে।
আর কতদিন মারবে এভাবে
ধর্মের নাম নিয়ে?
তোমার ঈশ্বর লুকিয়ে কাঁদছে
আসিফাকে বুকে নিয়ে।
ওই দেখো আকাশ আগুন জ্বালায়
পুড়ছে রঙের বর্ম,
আমার কাছে সব থেকে প্রিয়
বঞ্চিত মানবধর্ম।

Friday, April 13, 2018

ব্যস্ত সময়

শিকল বিদ্ধ সময় কাঁটায়
ঘড়ির দুহাত অন্য পাতায়
লিখছে প্রেম আজ ব্যস্ত হাতে
ভাবছি তোকেই গভীর রাতে।
কথার ভাঁজে শব্দ বাড়ে
দু'চোখে তোর স্বপ্ন ঝরে
এইভাবে রোজ দেখছি তোকে
সুযোগ পেলেই আড়াল চোখে।

Thursday, April 12, 2018

সৃষ্টির বৃষ্টি

চলনা যাই বৃষ্টি পায়ে
ভিজবো দুজন মেঘের গায়ে,
মাটির বুকে দুঃখ জমবে
শহর হাঁটবে খালি পায়ে।
ঠোঁট ছোঁয়াই কফির কাপে
জমবে আলাপ ভীষণ শোকে,
কাঁচের দেওয়াল বাষ্প জমবে
মনের বৃষ্টি গোপন চোখে।
এখনও রাত্রি ভাঙবে ঘুম
ননস্টপ স্বপ্নের খোঁজ করে,
শহরে জমবে প্রেম নতুন
সাজানো কক্ষের ঘুম ঘরে।

Wednesday, April 11, 2018

কথার বিষম

বলবো ভাবি অনেক কিছুই
এলোমেলো সব মনের collage,
কথার স্রোতে জড়িয়ে গেছি
খেয়াল রাখাই আমার রেওয়াজ।
একটা বাক্যই অনেক বেশে
মাথার ভিতর ঘুরছে বেগে,
অল্পক্ষনের আলাপ পাতায়
কখনো প্লিজ যাস না রেগে।
দুঃখিত আমি এখনও ভীষণ
কথার সাজেই কথায় বিষম,
হঠাৎ দেখায় পলক পড়ে,
মনের ভিতরে বসন্ত ঝড়ে।

Saturday, April 7, 2018

পিছুটান

কালের সন্ধ্যায় ভাঙছে সিঁড়ি
বয়স গুনছে অভিমান,
তোমার আমার হঠাৎ দেখা
মুখ ফিরিয়ে পিছুর টান।
আকাশ মেঘের নীরব ছোঁয়া
বৃষ্টি ভেজা তোমার গান,
ঠোঁটের কোণে মিথ্যে শপথ
কেউ রাখেনি কথার দাম।

Friday, April 6, 2018

স্মৃতির অতীত

বছর ঘুরে বসন্ত আসে
অনেক কথাই চাপা পড়ে যায়,
নতুন সকাল আলোয় ভাসে
পুরনো স্মৃতি পিছু ফিরে চায়।
এখনও কি তুমি বিকেলগুলোয়
সৈন্য সাজাও নতুন রাজায়?
তোমার ভিতর মানুষগুলোকে
হৃদয়ে রেখো বাঁচার আশায়।

Monday, April 2, 2018

চাওয়া পাওয়ার গল্প

তুমি কি চেয়েছ, আমি কি দিইনি,
রুমাল ভেজায় স্বপ্ন,
তোমার চোখের কালোয় আকাশ
জ্যোৎস্না আলোয় মগ্ন।
আমি কি চেয়েছি তুমি কি দাওনি
সেই নিয়ে কথা নেই,
আমি তো শুধুই চেয়েছি তোমায়
আঁধারের কালোতেই।

Unedited Version :
তুমি কি চেয়েছ, আমি কি দিইনি,
রুমাল ভেজায় স্বপ্ন,
তোমার চোখের কালোয় আঁকা
আরেকটা প্রেম ধন্য।
আমি কি চেয়েছি তুমি কি দাওনি
সেই নিয়ে কথা নেই,
আমি তো শুধুই চেয়েছি তোমায়
আঁধারের কালোতেই।