Saturday, December 16, 2023

অদৃশ্য চুম্বন

তুমি মেঘ হয়ে এসে দাঁড়ালে
শীতের পাতা গোনে বৃষ্টি ফোঁটার ছাপ,
তুমি নরম আঙুল হাতে ছোঁওয়ালে
রাত্রি মোছে বুকে ভীষণ কালো দাগ।
এখানে বেঁচে থাকে কিছু ক্ষত
আরও কিছু জমে কবিতার চাপা রাগ,
শেষ চিঠি হাতে সময় পালিয়ে যায়
অদৃশ্য চুম্বনে তোমার ঠোঁট ছোঁওয়ানোর দাগ।

Thursday, December 14, 2023

নিজেকে চেনার গল্প

নিজেকে চিনতে গিয়ে থমকে উঠি হঠাৎ, যেন কতকাল দেখা হয়নি নিজের সঙ্গে। বাক্য বিশেষ ক্ষয় হয়নি এ যাত্রায়, সেই সুবাদে স্বস্তি কিছুটা। আমরা ভুলে যাই কতো মানুষের সঙ্গে আমাদের শেষবার দেখা হয়ে গিয়েছে, সে হিসেব কি রাখি আদৌ? ফোনে কিংবা মেসেজে কতো বাক্য ছোড়াছুঁড়ি, কিন্তু সামনে থেকে দেখা আদৌ কোনোদিন হবে না। সময়ের কাঁটায় সবাই আমরা চলমান সিঁড়ির মতো উপরে উঠে চলেছি, আর একটু উঠলেই অদৃশ্য কোঠরে মিলিয়ে যাওয়ার নিয়ম। কেউ ফিরে তাকায় না, কেউ ফিরে আসে না এ চক্রব্যূহে। যতটা সামলে চলতে থাকি, তার অর্ধেকই বিপদসীমায় হাঁটি আমরা। কেউ জানে না কবে অবশেষ, তবুও সবাই ছুটছি। নিরন্তর এক ঘূর্ণি আমাদের গিলে ফেলছে প্রতিদিন, এরই মাঝে আমরা মনের কাছাকাছি কাউকে পেতে চাই। ভুলে যাই বারবার যে, এ জগতের মায়ায় কেউই কারোর না, সবাই নিজের মতো। প্রয়োজন ফুরোলে সবাই দূরবীনের ক্ষমতার বাইরে মিলিয়ে যায়, তবুও আমরা মিথ্যে মায়ায় জড়িয়ে পড়ি, হাবুডুবু খেয়ে বেঁচে থাকি এক অদৃশ্য ভাঁটার টানে। এখানেই আমাদের জন্ম আর মৃত্যুর মাঝের সময়টুকু কাটিয়ে উঠি, কি লেখা আছে পরবর্তীতে সে প্রশ্নে বিশাল বিশাল দাঁড়ি টেনে এগিয়ে যাই নিজেই। এভাবেও ভুলে থাকা যায়, এভাবেও হাত কেঁপে টাইপিং করা যায়। আসলে বালির ঘড়ি সময় মেপে রাখে, আমরা কেবল আলগা বালির শরীরে বয়ে যাই তার স্রোতে। বালির শেষ কণায় লেখা থাকে আমাদের সমস্ত ইতিহাস আর সময়ের গল্প।

শেষ দেখা

হয়তো তোমার সঙ্গে শেষ দেখা,
আমি পড়ে আছি সেই একলা ঘরে,
খবর নিও অনেক বছর পর
ব্যস্ত দিনের শেষে যদি মনে পড়ে।
সময় আমাদের চলে যায় খুব দ্রুত
মিলিয়ে যাই সেই আলগা নরম স্বরে,
বাস্তবতায় ফিরতে চায় সে মন
চোখ মুছে এক শিকল বন্দী ঘরে।

Wednesday, December 13, 2023

মন কেমনের খোঁজ

শীতের শেষে শুকনো পাতায়
মন কেমনের কে খোঁজ রাখে?
চোখের আড়াল নালিশ ঢেকে
এই অবেলায় খুঁজছ কাকে?
সময় আসে সময় পালায়
দূরত্ব ঠিক পথ কেটে যায়,
মন গলানোর মন্ত্র পড়ে
রাতের শেষে সেও অসহায়।
জমতে থাকে শব্দ হঠাৎ
মাঝরাতে কেউ শুনছে কাকে,
আলতো ছোঁওয়া ঠোঁটের মায়ায়
প্রেমের আবেশ গিলছে তাকে।
কথার হিসেব ভাঙছে সিঁড়ি
চোখের ভাষায় আঙুল ছোঁয়ায়,
শেষ হাসিতে পড়লে ধরা
দুরত্বের এক নরম মায়ায়।

Monday, November 27, 2023

রূপক ধারায়

বিশ্বাসে যে প্রেম ভেঙে যায়
তর্কে সে তো বহুদূর,
প্রশ্ন আসে ছদ্মবেশে
রূপক ধারায় সমুদ্দুর।
অপেক্ষাতে সময় গড়ায়
তুলনাহীন এক প্রাচীন সুর,
দিনের শেষে বিশ্রী রাতে
কেউ খোঁজে আজ সেই রোদ্দুর।

Wednesday, October 25, 2023

অবুঝের পেন্সিল - সিরিজ ৭

তোমার এমনি যাওয়া এমনি আসা,
আমি তাকিয়ে চিরকাল,
তুমি ঘুমের চোখে ফোটাও আলো
এই বিকেল আলোর লাল...

Sunday, October 15, 2023

একফালি চাঁদ

আমার একফালি চাঁদ বাঁধলো চোখে বসন্ত,
তুমি মেঘ জমালে শীতের নদীর মতো,
এই অবুঝ মনের শৈল শহর সাক্ষী থাকুক
আমার বৃষ্টি ভেজা একলা দিনের ক্ষত...

Monday, October 9, 2023

মনকেমনের খোঁজ

 

মিলিয়ে যাওয়া স্মৃতির ধুলো
মনকেমনের কি খোঁজ রাখে?
এই পৃথিবীর ইচ্ছে মায়ায়
হারিয়ে ফেলেও চাইছো কাকে?

Monday, May 8, 2023

কৃষ্ণচূড়ার ক্ষত

আমাদের রাস্তা জুড়ে কৃষ্ণচূড়ার ক্ষত,
আমি তোমার পাশে হাঁটছি আবার বৃষ্টি হয়ে,
গড়িয়ে পড়ছি ঝোরে শ্রাবণ মেঘের মতো...
 

Wednesday, April 12, 2023

অবুঝের পেন্সিল - সিরিজ ৬

তুমি নক্ষত্র হলে,
আমি ধুমকেতু হয়ে কাছে আসতে চেয়েছি,
প্যারাবোলিক পথ এঁকে দেয় আমার ভবিষ্যৎ।

Sunday, April 2, 2023

হয়তো তুমি অন্য গ্রহে বসে - গান

হয়তো তুমি অন্য গ্রহে বসে
গুনছো তারা প্রেমিকের অবকাশে
একটু আলো পাঠিয়ো আমায়
ঘুম ভাঙা এই রাতের বেলায়
জোনাকির বেশে সন্ধ্যার আকাশে...

হয়তো আমার অন্য গ্রহে বাড়ি
ছায়াপথ ধরে তুমিও তো দাও পাড়ি,
হয়তো আকাশ মেঘলা হয়ে ভারী
তোমার চোখে বৃষ্টিরা আমারই...

(This is just a part of the song)

Monday, March 27, 2023

অপেক্ষারত সময়

শিরোনামহীন কবিতারা ভেসে বেড়ায়
শব্দের খোলা ছাদ চেয়ে,
ছায়াপথ ধরে নেমে আসে কিছু আলো
নক্ষত্রদের বোনা পথ বেয়ে।
এখানে অপেক্ষারত সময়,
আর অপেক্ষাতে বসে আমি,
মোহনা সাগরের মিশ্রিত ধূলিকণায়
থমকে যাওয়া মুহূর্তেরা খুব দামী।
লিখতে লিখতে নেমে আসে কিছু শব্দ,
কখনও বা আঁকিবুঁকি কাটে মনে,
ভাবতে ভাবতে ফুরিয়ে আসছে সময়
কবিতারা জমে অনন্ত শিহরণে।

Tuesday, March 21, 2023

চুপি চুপি মনে - গান

চুপি চুপি মনে গল্প এঁকে
একদিন যাবো অল্প হেঁটে,
গা ভেজানো জলে বৃষ্টি রেখে
মন খারাপের খবর মেপে,

কানে কানে কথা হবে না,
চেনা গ্লাসে প্রেম ডোবে না...
রাত জেগে কেউ ভাবে না,
ব্যালকনি রোদে ভেজে না...

------------------------------

জোনাকির আলো গায়ে মেখে
খালি পায়ে চটি ছেড়ে রেখে,
ছায়াপথ ধরে সোজা হেঁটে
যাবো সাথে তোর সময় কেটে,

জলছবি জলে ভেজে না,
তারাদের আলো নেভে না...
ভোররাতে ঘুম ভাঙে না,
কেউ সুর তুলে গান বাঁধে না...

Sunday, February 26, 2023

সব অবশেষ

হয়তো তুমি হয়তো আমি
হয়তো একটা শূন্য শহর,
হয়তো কোথাও শুকনো নদী
বইছে বুকে শীতের খবর।
হয়তো কেউ আজ নীরব থেকে
বুনছে শীতে প্রেমের উল্‌,
হয়তো কোথাও বরফ গলে
ভাঙবে হঠাৎ সমস্ত ভুল।
আবার কোথাও মুখোমুখি
হয়তো কোনও দিনের শেষ,
মুখ ফিরিয়ে এগিয়ে যাওয়া
সাক্ষী থাকুক সব অবশেষ।

Tuesday, February 14, 2023

বিক্ষিপ্ত পাথর

কেন ডাকলে এমন করে?
হঠাৎ যেন বসন্ত হাওয়ায় সন্ধ্যা নামলো
এক বিক্ষিপ্ত পাথরের উপর,
আমাদের সময় বয়ে চলে দ্রুত,
জ্যোৎস্না রাতে প্রশ্নেরা তোমার চোখে ধুসর।
তবুও তুমি হেঁটে চলেছ,
বিঁধে রেখেছো আমায়
দূর আকাশের এক বেগুনি আলোয়,
পথের প্রান্তরে দূরত্ব বাড়ে হঠাৎ
অভিমানেরা জমা থাক 
তোমার ভবিষ্যতের ভালোয়।