Friday, June 29, 2018

সমীকরণ

সমীকরণ বলা বারণ
আমি যদি খুঁজে পাই তোমায়,
আগোছালো চুল ধুয়ে বৃষ্টির কণা গায়ে
এসো হাত ধরি মনের কোণায়।
দেখো প্রতিরাতে কারখানা কাঁদে
সময় মলাটে তুমি আমি এ অবকাশে
বিলীন বিশ্বে তারা হয়ে যাবো
জন্মান্তর ভুলে সমস্ত অতীতের আকাশে।

Sunday, June 24, 2018

যতটা চেয়েছি

আমি কখনও চাইনি তোমায় ছুঁয়ে দেখতে,
শুধু ভেবেছি এক আকাশ মাঝে গল্প জুড়ে
তোমার আঁচল খয়েরী ধুলোয় প্রেমিক সাজতে।
আমি কখনও চাইনি তোমায় গভীর রাত্রে,
শুধু চেয়েছি এক বিকেল আলোয় বৃষ্টি ভিজে
তোমার চোখের ঝাপসা আলোয় আমায় আঁকতে।

Saturday, June 23, 2018

মন প্রাচীর

হিসেব খাতায় দিন গড়ালে
কথায় ইতি তোমার আমার,
একটা বাক্য অধিক স্রোতে
বুকের ভিতর দুঃখ পাহাড়।
ক্লান্তি ভেজা দিনের শেষে
তোমায় লেখা একটা চিঠি,
অদৃশ্য তার কাগজ কলম
মন প্রাচীরে তোমায় লিখি।

Friday, June 22, 2018

মনের ইদারা - গান

তোর মনের ঠিকানা রাখা
আছে বল কোন ইদারায়,
সেখানে গল্প হবো আমি
যেটা সবাই তো হতে চায়।
আমি জানি কত সময়ের সাথে
কীভাবে মনের কথা মনে দাগ কাটে
আমার চোখের শিকড় রূপকথা ভুলে
তোকেই জড়িয়ে থাকে অগভীর ঘুমে।
তোর মনের ঠিকানা রাখা
আছে বল কোন ইদারায়,
আমিও কিনতে রাজি আছি
যদি মনের বদলে হয়।

Saturday, June 16, 2018

অস্বীকার

অনুভূতিকে তুমি কখনোই অস্বীকার করতে পারো না,
যেটাকে পারো সেটা হলো আসলে তোমার অতীত।

Friday, June 15, 2018

কথার অভাব

আমি কখনও চাইনি তোমায়
অন্য সুরের বিকেল বেলায়
আমার ভিতর তোমার ছোঁয়ায়
একটু থেকো অবহেলায়।
জানি আমি আজ ভীষণ ক্লান্ত
তোমার নিয়েই স্বপ্ন দেখত
দুইখানি চোখ রাত্রি জেগে
তোমায় নিয়েই গল্প ভেবে।
হয়তো ভীষণ বেসুরো আমি
কথার অভাব আমিও জানি
হয়তো তুমি অন্য দেশে
মাতছ নতুন জীবন রেশে।
আমিও থাকছি পুরনো ছায়ায়
প্রতিবেশী গাছ দুঃখ বাড়ায়
রোদের নাগাল সালোকসংশ্লেষ
তোমায় ছাড়া আমিও আছি বেশ।

Tuesday, June 12, 2018

মায়াবী সন্ধান

যে মায়াবী দু'চোখ তাকিয়ে আছে
আমার দিকে নয়ন মেলে,
তাদের ভাষায় ভিজতে চাই আজ
ভোর রাতের এই স্বপ্ন ভেঙে।
গভীর ঘুমের শান্ত ছায়ায়
তোমায় দেখি উঠোন জুড়ে,
আমার ভিতর কোণায় কোণায়
বাড়ছো তুমি হৃদয় ফুঁড়ে।

জেতার ইচ্ছে

এই অস্তিত্ব বড়োই একা
ভাঙা রংমশাল তবু স্বপ্ন দেখে বাঁচার,
আমি ভিজতে চাই এই শহর নবীন বেলা
তুমি ডাকপিওন, কেন সময় খোঁজো আসার?
আমি তো দিয়েছি সবকিছুই, শুধু হারতে চাইনি তখন,
তাই স্বপ্ন হলেও জেতার আশায় মাতছি সারাক্ষণ।

Friday, June 8, 2018

বৃদ্ধ রোদের ছোঁয়া

তোমার মনের শীতল ছায়ায়
বৃদ্ধ রোদের ওজন বাড়ে,
বিকেল আলোয় তোমার হাসি
আমার বুকে বসত করে।
নরম ঘাসের দেহের কোণায়
তোমার পায়ের চিহ্ন থাকে,
বৃষ্টি রাতের মেঘের ছোঁয়ায়
আমার দু'চোখ তোমায় ডাকে।

Wednesday, June 6, 2018

চশমা কাঁচ

আমি শুনেছি বৃষ্টি পড়লে
তোমার চশমায় জল জমে,
সেইটুকু সময় আমার হাতে
হাত রেখো তুমি আনমনে।
দূরত্ব মেপে রাস্তা পেরবো
তোমায় নিয়েই একসাথে,
শহর জুড়িয়ে বৃষ্টি নামুক
মন ভিজে থাক সেই রাতে।

Tuesday, June 5, 2018

ঝাপসা পথ

যদি বলি আমি ভালোবাসি তোমায়
তোমার চোখের আবেগ মায়ায়,
শেষ রাতে আমি তোমায় দেখেছি
ঘুমের ভিতর ক্লান্তির ছায়ায়।
প্রশ্নেরা তবু ভিড় করে রোজ
হয়তো ভীষণ খামখেয়ালী,
আমার জন্যে জায়গা রেখো
তোমার মনে একটুখানি।
কথা দেবো আমি তোমায় ছুঁয়ে
অনেক পাহাড় সাগর ভেঙে,
আমার মনে তোমারই স্বদেশ
ইচ্ছেরা চলুক তোমায় মেনে।
যখন তোমার চশমা কাঁচে
জমবে বাষ্প তোমায় ঘিরে,
আমার হাতে হাত রেখো তুমি
রাস্তা বানাবো তোমায় নিয়ে।

Friday, June 1, 2018

প্রবেশ নিষেধ

আমি জানি তুমি তাকাবে না এদিকে,
তোমার শহর ডুবে আছে এক অবাধ্যতায়
সেখানে আমার প্রবেশ নিষেধ,
তবু রোজ তুমি ডানা মেলো এ মনে
ঢেকে ফেলো আমার সমস্ত স্বাধীন আকাশ,
চিন্তাগুলো বন্দী হয়ে আসে তোমার ভাবনায়
মাটিতে বৃষ্টি জমে, বাড়ে মন কেমন।
আমি তো অভিমান করতে পারি না
ভীষণ ভয়ে থাকি যদি তোমার রাগ হয়?
সে মনে তবু সিঁড়ি ভাঙে না গল্প
অতীতের মেঘে ধুলো জমে,
পাতা ওলটায় না শেষ অধ্যায়ের।
জমে থাকে সময়, জমে থাকো তুমি
আমার অবচেতন এ মনের ভিতর,
শূন্যতা ভেঙে ফেলে সমস্ত আওয়াজ
সে রাতে কেউ শব্দ করে না,
তুমি ঘুমে মগ্ন তোমার বিছানা জড়িয়ে,
আমিও ক্লান্ত ভীষণ আমার মনের গভীরে।

ডাকবাক্সের ঠিকানা - গান

দুটো পথভোলা তারা বন্ধু হয় না,
কিছু গল্পেরা রোজ শব্দ পায় না।
তবু মোমবাতির এই আলোর নীচেই ভিড়
যেন গল্প ভেবে সত্যি মনের নীড়...
ডাকবাক্সগুলো পথ হারিয়ে খুঁজছে তোমায়
লিখছি যে আমি...
তাই উঠোন জুড়ে পাঁচিল ফুঁড়ে (অলস ঘুমে) সৈন্য বসাই
শব্দের মন (স্বপ্নের রাত) ভাঙ্গি...
দুটো চশমা কাঁচ কেন চোখ খোলে না,
ভাঙা মন মেজাজ কোনও মন ভাঙে না।
ভেজা অন্ধকার সেই রাতের ভিড়েই দিন
যেন পথ হারিয়ে বিকেল আলোয় ক্ষীণ...
তাই তোমার শহর বৃষ্টি জুড়ে শব্দ ভাসাই
ভাসছি যে আমি...

রাতে স্বপ্নগুলো তোমার চোখে খুঁজছে আমায়
কোথাও নেই আমি...
দুটো পথভোলা তারা বন্ধু হয় না আজ...
একা মন খারাপ আর সঙ্গী পায় না আজ...
দুটো গল্প রাত কেন জুড়তে চায় না আজ...
তাই তোমার খবর নেওয়াই আমার কাজ।
তাই তোমার বুকে আমার খোঁজে ডাক পাঠিয়ে
অল্পের দিন গুনি,
যদি তোমার মুখেও আমার নামে চারটে দুটো
শব্দ যে শুনি!
সব ভাবনারা কেন সত্যি হয়না আজ...