Sunday, September 15, 2019

মুখোমুখি সময়

চলতে চলতে একদিন সবাই থেমে যাবো,
অচেনা শহরটা হয়ে উঠবে খুব কাছের,
ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকবে স্মৃতি
যে বারান্দায় প্রতি প্রভাতে আলো এসে পরে
সেখানে ধুলো মেখে খেলে বেড়াবে এক ছায়া,
তাকে কেউ দেখেনি কখনও, কেউ চেনেও না
সময় চলে যাচ্ছে, বাড়ছে পারদ, সবাই ছুটছে,
কে সেই ছায়ামানব, তাকে তো চেনা হয়নি,
চোখ তোলো, উঠে দাঁড়াও, শরীরের গন্ধ নাও,
দেখো চিনতে পারছ? আরেকটু আলো চাই?
কিন্তু আমার যে আলোতে ভীষণ ভয় করে,
হ্যাঁ, আমি! এটাই আমার বিচরণক্ষেত্র।
ধুলো জমা ঘরের মেঝেতে ছড়িয়ে দিয়ে গেলাম
তোমার সমস্ত রেখে যাওয়া অভিমান,
সময় পেলে কুড়িয়ে নিয়ো। আমি আসি।

Tuesday, July 16, 2019

ল্যাম্পপোস্ট - গান

একটি অন্ধ ল্যাম্পপোস্ট আরও অনেক কথা বলে,
শত তারার ভিড়েও শুধু তোমায় খুঁজে চলে,
রাতের আলোয় পড়ছো জেগে তোমার প্রিয় গল্প,
সময় হলে খবর নিয়ো আমার কথাও অল্প...

ভিজে যাওয়া দিন শেষে, ফিরে গেছো কোন দেশে
ফেলে আসা স্মৃতিগুলো গিলেছে আমায়...

তুমি কেন এতো আড়ালে ঘুরে এসে দাঁড়ালে,
চেনা নদী মিশে যায় কোন মোহনায়...
ফেলে আসা স্মৃতিগুলো গিলেছে আমায়...

Wednesday, June 5, 2019

মেঘেদের রঙ - গান

কে রাঙালো গোধূলির শেষে এই সোনাঝরা রোদে তার
মেঘেদের গায়ে সেই রঙ,
পাখীরাও নীড়ে ফেরে ক্লান্তির ধুলো ঝেড়ে গাছে গাছে
ডেকে ওঠে সেই কোলাহল।
বাঁশি সুরে বহুদূরে ভেসে আসে কোন সেই গান
ছুঁয়ে যায় মন তার আলাপের কথা ঠোঁটে
মোহ গুনে ঢেকে দেয় কান।
সেই মনেতেই, জোনাকির আলোকেই ভরে যায় প্রান
চোখে তার নিরাকার সাগরের নোনা জলে
তারারাও করে যায় স্নান।

Sunday, May 26, 2019

ছদ্মবেশী

রাতের পাহাড় ছুলো তোমায় তারার বুকে স্বপ্ন এঁকে,
আবার তুমি আসবে কবে ডাকপিয়নে প্রশ্ন রেখে।
তোমার কথার গল্পগুলো হারিয়ে যায় অন্য দেশে,
একলা ঘরের স্তব্ধ স্মৃতি তোমায় খোঁজে ছদ্মবেশে।
জানছি আমি, বুঝছি তোমায়, খুঁজছি শুধু মনের ভেতর
আলতো ছোঁয়া তোমার হাতে গল্প জোড়া সে শ্বেতপাথর।

Thursday, May 16, 2019

আমি চাইছি শুধু তোকে - গান

তোর মতো চোখে দেখবো বলে স্বপ্ন জ্বালি মনে,
তোর মতো একা হাঁটবো বলে ভাবছি ঘরের কোণে।

একা যেতে দে আমায় সেই আলোর খোঁজে দূরে
গানে বেঁধে দে আমায় আরও অনেক নতুন সুরে।

আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।
শুধু তোকে বলি, সব মনের গলি,
আমি জানি
 সবই, নামে রাতের পরি।
আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।

তোর মতো লেখা পড়বো বলে জ্বালছি অনেক আলো
তোর ছোঁয়া পেয়ে বুঝতে পারি অন্ধকারটাও ভালো।

আমি পুড়তে ভালোবাসি এই অনুভূতির ছোঁয়ায়
আমি থাকতে ভালোবাসি তোর মনেরই দোরগোড়ায়।

আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।
শুধু তোকে বলি, সব মনের গলি,
আমি জানি
 সবই, নামে রাতের পরি।
আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।

খাঁচার পাখি

নামতে নামতে সিঁড়িগুলো ভাঙতে আমায় আসছে দেখো
ওলট পালট গল্প ছুঁয়ে বুকের ভেতর আমায় রেখো।
যখন তুমি দেখবে চোখে উষ্ণ আঁচর একটা কারণ
তখন নাহয় জানবে সে প্রেম অন্য কোথাও বলা বারণ।
হয়তো চোখের জমবে বালি তারায় ভিজে অন্য রাতে,
কার বুকেতে ভরসা পাবে কার ছোঁয়াতে বাঁধবে হাতে।
আমার শুধুই শব্দ খোঁজার গল্প জমে সময় ঘিরে
খাঁচার পাখি বুঝবে কেমনে সুখের জোয়ার আপন নীড়ে।

Thursday, May 2, 2019

তুই থাকলে পাশে - গান

তুই থাকলে পাশে
আজ বৃষ্টি আসুক রাতে
আমার একলা আকাশ বড্ড কালো...
আজ বায়না ধরে মনে
শুধু তোকে চাইবে বলে
বল থাকবি তো তুই অনেক ভালো...
আজ তুই থাকলে পাশে...

Tuesday, April 30, 2019

রমনি - গান

একা বসে কেন তুমি
ওগো রমনি
সে কি ফিরবে বলেছিল তোমায়,
কেন এতো ভালো
বেসেছিলে বলো
সে কি আজও বুঝল না তোমায়?

নাকি রাখতে পারোনি তাকে
শুধু মিথ্যা অজুহাতে
সে কেবলই তোমাকে ছায়া বানায়।

সে তো বেসেছিল ভালো
কেন ফিরে গেলো
যাওয়ার কি কথা ছিল তার?
শুধু ঠোঁটে মুখে
এলোমেলো সুখে
আজ ইচ্ছেরা সব নিরাকার।


একা বসে কেন তুমি
ওগো রমনি
সে কি ফিরবে বলেছিল তোমায়,
কেন এতো ভালো
বেসেছিলে বলো
সে কি আজও বুঝল না তোমায়?

তাকে ভুলে যেও সুখে
চেপে যন্ত্রণা বুকে
মনে ভেবো যেন সে তাকে না হারায়।

একা বসে কেন তুমি
ওগো রমনি
সে কি ফিরবে বলেছিল তোমায়,
কেন এতো ভালো
বেসেছিলে বলো
সে কি আজও বুঝল না তোমায়?

সে তো এসেছিলো কাছে
কেন ফিরে গেছে
শুধুই কি দোষ সব আমার?
আজও গোপন রাতে
আমি খুঁজছি তাকে
আমি শব্দ শুনছি সে প্রেম ভাঙার।


একা বসে কেন তুমি
ওগো রমনি...

Sunday, April 21, 2019

একটু অবুঝ হতে দাও আমায় - গান

একটু অবুঝ হতে দাও আমায়,
একটু অবাক চোখে ভিজতে দাও আমায়,
তোমার চোখের কোণে থাকতে দাও আমায়
তোমার খোলা চুলে জড়িয়ে নাও আমায়।

এখানে কেউ আসে সেই অচেনা বেশে
তুমি কোথায় থাকো কোন অজানা দেশে
আমি চলে যাবো ঠিক তোমার ঠিকানায়
সেখানে গাইবো প্রানে এক নতুন নিশানায়...

"আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী,
তুমি থাকো সিন্ধু পাড়ে, ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি..."

আবার সময় তরী বইতে দাও আমায়,
তোমার বুকের মাঝে থাকতে দাও আমায়,
একটু অবুঝ হাতে খুঁজতে দাও তোমায়,
তোমার মনের ভাষা বুঝতে দাও আমায়।

যেখানে ছুঁতে পারি এক মেঘের মলাট
যেখানে বিকেল নামে, বাঁধে সময় জমাট
সেখানে তোমার কোলে শুয়ে নতুন আলোয়
আমি গাইতে রাজি আছি এক আঁধার কালোয়...

"কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘের কালো হরিণ-চোখ,
কৃষ্ণকলি আমি তারেই বলি..."

গাইতে গাইতে চলবে সময়
তোমার চোখের মলিন ধুলোয়
লুটিয়ে যাবে সেই বেদনায়
পুরনো স্মৃতির মলিন খাতায়...

একটু অবুঝ হতে দাও আমায়...

Friday, April 19, 2019

হঠাৎ পড়লে মনে - গান

হঠাৎ পড়লে মনে
আমার কথার সুরে
নতুন আলোয় এসে দাঁড়াও,
তোমার চোখের পাতা
আমার একলা থাকা
রোদের বিকেল মেঘে তাকাও।
হঠাৎ পড়লে মনে...

তোমার কথা ভাবি
তোমার পাশে হাঁটি
তোমার ছায়ায় প্রেম খুঁজি,
আমার চোখে ভেজো
আমার গল্পে এসো
আমার শব্দে শুধু তুমি।
হঠাৎ পড়লে মনে...

(incomplete as per our norms)

Thursday, March 7, 2019

বন্ধু তোকে

রঙ বেরঙের বিকেলগুলো কান্না হাসি চেপে,
তোর পাশে যেন থাকতে পারি বন্ধু শপথ রেখে।
কথার জোয়ার ভাসছে আলোয় রাত্রি ভেজা চোখে,
মনের ভিতর জমছে স্মৃতি শহরতলীর শোকে।
বন্ধু তোর ওই স্নেহের মলাট সমস্ত বুক জুড়ে,
আমার মনের গোপন কথা বাঁধিস সাতটি সুরে।
আমার মনে সবচেয়ে প্রিয় তুই, সবটাই জানিস,
তোর মনেতে আমার নামটা যত্ন করে রাখিস।

Wednesday, February 27, 2019

অনুভূতি সিরিজ - ৬

শূন্যতা ডাকে গভীরে প্রেমের বেদনা সকল মাঝে,
হৃদয় আকাশে জ্যোৎস্না ভাসে আপন খেয়াল সাজে।

Thursday, February 14, 2019

একটি ভোরে জেগে ওঠো প্রিয়তমা

আমার দেশে মানুষ মরছে
কথায় কথায় যুদ্ধ হচ্ছে
তোমার আমার আঙুল ছুঁয়ে মন...
থেমে গেছে কত সময়
হাতঘড়ির ওই তীব্র ছোঁয়ায়
বর্ডার জুড়ে রক্ত ধোঁয়ায় ভিজছে কতজন...

গোলাপ জানে লালের মানে,
রক্ত ভেজা প্রেমের গানে
লাশের পাহাড় গুনছে এই সময়,
দিনটা শুধুই প্রেমের দিন
ভ্যালেন্টাইন ভীষণ রঙিন
দেশপ্রেমেও পায়নি ওরা ভয়...

একটি বার ভেবে দেখো প্রিয়তমা...
একটি সকাল উঠে কেঁদো প্রিয়তমা...
একটি বিকেল ঘুরে দাঁড়াও প্রিয়তমা...
একটি ভোরে জেগে ওঠো প্রিয়তমা...

Monday, January 14, 2019

প্রথম আলো

প্রথম আলোর মনকেমনে শহর আজও অপেক্ষাতে,
ঠোঁটের আলাপ গল্প আঁকে তোর আমার কল্পনাতে।

Wednesday, January 9, 2019

গল্পের খোঁজ

সফলতা তোমার চারপাশে, কিন্তু তুমি দেখতে পাওনি। যে পিঁপড়েটা জলে পড়ে আছে সেও বাঁচতে চায়, একবার, দুইবার, তিনবার, অবশেষে হঠাৎ জল থেকে উঠে আসে। এটাও একটা গল্প হতে পারতো যদি তাকাতে সেইদিকে। এটাও একটা লড়াই হতে পারতো যদি অনুভব করতে পারতে তার বাঁচার ইচ্ছেটা। ভীষণভাবে ব্যস্ততা গ্রাস করছে আমাকে কিংবা তোমাকে। ব্যর্থতার মিথ্যে গল্প সাজিয়ে চলেছি চারদিকে দু-একটা লাইন লিখবো বলে। আঙুলের ডগা সর্বদা সজাগ "তুমি"-টাকে দোষী সাজিয়ে "আমি"-টাকে ভালো সাজাতে। এভাবে গল্প এগোয়, আমিও শব্দ সাজাই। বিকেল মাঠের ধুলোয় সূর্যটা অস্ত্র যায়, ক্যামেরায় ছবি তুলে রাখি শেষবেলায়। দুপুরের প্রখরতাটুকু এড়িয়ে যাই চোখ ঝলসে যাওয়ার ভয়ে। নরম রোদটাই প্রিয় আমাদের কাছে, যে নিস্ক্রিয় ভালোবাসা দেয়। আরও একধাপ এগিয়ে যাই। তোমরা খুঁজে বেড়াও সফলতা। আসলে পথ সাজিয়ে রেখেছ, একটু বাইরে হাঁটলেই ফেল। এক ঝাঁক বাক্য উড়ে এসে লাগবে গায়ে। আমি তো এভাবেই বাঁচতে ভালোবাসি। প্রজাপতি গায়ে বসুক, কিংবা ফুলের পাপড়িতে, কোথাও কোনও গল্প নেই, আমরা জটিলতা খুঁজতে ভালোবাসি।

Wednesday, January 2, 2019

সময়ের খোঁজে

অলেখা যতো কথা তোমার চিঠিতে
বয়ে নিয়ে আসে শৈত্যের প্রথম উষ্ণতা,
তোমাকে দেখে ভুলে গেছে নীল
সাগরের চোখে ডুবে থাকা এক ব্যর্থতা।
কীভাবে সময় পালায় আমি খুঁজে রাখি
দূরবীন কাঁচে সেই খবরের শিরোনাম,
তোমার সমস্ত ভালোবাসা ছুঁয়ে রজনীর
শেষ প্রান্তে লেখা অতীতের ডাকনাম।